‘মানবতার ঘর The House of Humanity’এর অন্যতম দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী জনাব আকবর খান সাহেব কে সম্মাননা প্রদান করে মানবতার ঘর এর পক্ষ থেকে একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় এবং উনাকে সম্মাননা ব্যাজ প্রদান করা হয়। এ সময় উনি ‘মানবতার ঘর’ এর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।
মানবতার ঘর সত্যিই মানব সেবায় নিয়োজিত দেশে বিদেশে সবাই তাদের এই মানবিক কাজ দেখে অনেকেই তাদের প্রংশসা করেন তাদের এই কাজ যেন চলমান থাকে এই আশা ও প্রত্যাশা রাখি।
Leave a Reply