যুবসমাজের পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী পশ্চিম শ্বাসরাম গ্রামের কৃতি সন্তান শাহিন আহমদ দেশে ফেরায় এলাকার যুবসমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কছির আলী,সমাজ সেবক শাহজাহান আলী,শাহজাহান আহমদ শিশু,কদর আলী,সাবুল আহমদ,জুনেদ আহমদ,সাংবাদিক রাজা মিয়া,আহমদ আলী,রুমেল খান,রুপন মিয়া,ছামিদ হাসান,সাজু আহমদ,রুকন আহমদ,কয়ছর মিয়া,এমরান আহমদ,পুলিশ বাহিনীর সদস্য কামরান রহমান,সাজন মিয়া,ফাহিদ আহমদ,নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply