ষ্টাপ রিপোট : রোটারি-বর্ষের শেষ কর্ম দিবস হবে আগামী 30 জুন। মধ্যখানে ঈদ এবং লম্বা ছুটি থাকায় আমরা সাপ্তাহিক ক্লাব মিটিং আজ শেষ করেছি। স্থানীয় পানসি ইন রেস্টুরেন্ট জেল রোড এর হল রুম ক্লাব সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত উপস্থিত ছিলেন এসিসন্ট্যান্ট গভর্ণর, ডা: আওলাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট-১, আলহাজ্ব সালেহ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট সোহেল মিয়া।সেক্রেটারি, জাকের হোসেন চৌধুরী,আইপিপি, মোঃ ইউনুছ আলী, চার্টার প্রেসিডেন্ট, আবু সালেহ ইয়াহহিয়া ট্রেজারার, বিধান কুমার বৈধ্য, প্রেসিডেন্ট ইলেক্ট,মোহাম্মদ নাজিম উদ্দিন । ডাইরেক্টর ইয়থ সার্ভিস, খোকন আক্তার,ক্লাব মেম্বার সাইদুল ইসলাম,মেম্বার,যায়েদ মিয়া,ডাইরেক্টর-কমিউনিটি সার্ভিস, জিয়া উদ্দিন বারী, ডাইরেক্টার-ভোকেশনাল সার্ভিস, সৈয়দ মুফাজ্জল ইমাম রোহেল। সার্জেন্ট অ্যান্ড আর্মস মোঃ রাজু। নতুন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে বরণ করে নিতে প্রস্তুতি প্রায় সম্পন্ন, কলার বদল অনুষ্ঠান হবে আগামী ১ জুলাই স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক।