এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আয়েশা জেবীন দিপা। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আবারো নতুন গান নিয়ে এলেন এই গায়িকা। তার এবারের মৌলিক গানের শিরোনাম ‘মায়া’।
গীতিকার ও লোকগবেষক জাকির শাহ-র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন নোভেল আহমেদ। গানটিতে মডেল হয়েছেন দিপা নিজেই। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আহমেদ সাঈদ। রোববার (২৮ আগস্ট) ‘মায়া’ শিরোনামের গানটি গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
নতুন গান প্রসঙ্গে দিপা বলেন, ছোট বেলা থেকেই বাংলা লোকগানকে হৃদয়ে ধারণ করে সঙ্গীত জগতে পথচলা শুরু করি। গানপ্রিয় শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে লোকগানকে জীবনের সাধনার স্থান হিসেবে বেছে নিয়েছি। বরাবরের মতোই এবারের লোকগানের শ্রোতাদের জন্য ‘মায়া’ শিরোনামের গানটি নিয়ে বেশ আশাবাদী আমি।
Leave a Reply