শ্রমিকনেতা ফখরুল ইসলাম খানের ঈদের শুভেচ্ছা ঈদুল-ফিতর উপলক্ষে বিশ্বনাথবাসীসহ দেশে বিদেশে অবস্থানরত সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দোকান ও হকার্স সেক্টরের কেন্দ্রীয় সহসভাপতি এবং সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ফখরুল ইসলাম খান বলেন- এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র আল কুরআন নাযিল করেছেন। রমযানের দাবি হলো কুরআনের আলোকে একটি তাকওয়া ভিত্তিক ইসলামী সমাজ কায়েম করা। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। এমতাবস্থায় আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সিলেটবাসীসহ দেশে বিদেশে অবস্থানরত সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।
Leave a Reply