এস.পি.সেবু (ভ্রাম্যমাণ বিশেষ প্রতিনিধি) :সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল ও কৃষক ছরকুম আলী দয়াল হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রবাজ ভয়ংকর সাইফুল আলম অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে ঢাকার সেগুন বাগিচার কাচা বাজার এলাকার নাভানা টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। ডাবল মাডারের খুনি সাইফুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অপারেশন অফিসার ফজলুর রহমান। এদিকে খুনি সাইফুলের গ্রেফতারের খবরে সিলেট ও যুক্তরাজ্যে আনন্দে মিষ্টি বিতরন চলছে। ডাবল মাডারের পর আসামির গ্রেফতার না হওয়ায় সিলেট তথ্য বিশ^নাথের মানুষের মধ্যে নানা ক্ষোভ সৃষ্টি হয়ে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ছিল সমগ্র সিলেট। অবশেষে সেই সাইফুলের গ্রেফতার খবর শুনে জনমনে স্বস্তি বিরাজ করছে।
প্রসঙ্গ, চাউলধনী হাওরের ভুয়া লীজ গ্রহীতাদের সাথে ২৫ গ্রামের কৃষকদের বিরুধের জেরে গত ২৮ জানুয়ারী সাইফুলের বন্দুকের আঘাতে নিহত হন কৃষক ছরকুম আলী দয়াল ও পহেলা মে বন্দুক দিয়ে গুলি করে নির্মমভাবে খুন করা হয় স্কুল ছাত্র সুমেলকে। এ ঘটনায় পর থেকে আসামিরা পলাতক ছিল।
Leave a Reply