সিলেট জেলায় করোনার আক্রান্ত বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে চিকিৎসা সেবা নিয়ে কোথায় পাওয়া যাচ্ছে না বেড মাউন্ট এডোরা হসপিটাল, নুরজাহান, পার্ক ভিউ, ওয়েসিস, আল হারামাইন, উইমেন্স মেডিকেল এ কোথাও করোনা ইউনিটে আইসিইউ তো দূরের কথা, কোন বেডও খালি নাই এমন অবস্থায় অনেক রোগী নিরুপায় হয়ে চিকিৎসা সেবা না পেয়ে পিরে যেতে হচ্ছে। সিলেট জেলায় সরকারের দায়িত্বপ্রাপ্তঘন যদি খেয়াল না রাখেন তা হলে প্রাইভেট হসপিটাল গুলো তাদের মন গড়া ভাবে ইচ্ছে হলে রাখবে না হলে কিছু বলার নাই,আমাদের অনুসন্ধানে দেখেছি অনেক সময় বেড খালি থাকা অবস্থায় করোনার রোগী আসলে বলতে দেখেছি বেড খালি নেই দেখে অনেকটাই হতবাগ হলাম এমন আচরন দেখে। অনেকের অল্প জ্বর খাশি হলেও তাদের করোনা রোগী ভেবে দেওয়া হয় না অন্য চিকিৎসা। প্রায় সব প্রাইভেট হসপিটাল গুলোতে এই চিত্র এমন অবস্থায় সরকারের উচ্ছ পর্যায়ে যারা আছেন তাদের হস্তক্ষেপ একান্ত কাম্য।
Leave a Reply