রাজা মিয়া সিলেট::নিজেদের অস্তিত্ব রক্ষায় সুরমা নদীকে বাঁচাতে হবে’
নিজেদের অস্তিত্ব রক্ষায় সুরমা নদীকে বাঁচানোর তাগিদ দেওয়া হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার (৫ জুন) বিকেলে নগরের চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট ও সুরমা রিভার ওয়াটাকিপার আয়োজিত নাগরিক বন্ধন কর্মসূচিতে বক্তারা এ তাগিদ দেন।
তারা বলেন, সিলেট নগরের বুকচিড়ে বয়ে চলা সুরমা নদীকে দখল, দূষণের মাধ্যমে গলা টিপে হত্যা করা হচ্ছে। ময়লা-আর্বজনা ফেলার কারণে সুরমায় পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে। যার কারণে একটু ভারী বৃষ্টি হলেই পানি ধরে রাখতে পারছে না এক সময়ের প্রমত্তা সুরমা। তাই নদী উপচে পানিতে তলিয়ে যাচ্ছে নগরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িও। এই দৃশ্য নগরের নাগরিক হিসেবে আমাদের পীড়া দেয়। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে সুরমা নদীকে বাঁচিয়ে রাখতে হবে।
বাপা সিলেট শাখার সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও বাপা সিলেট শাখার যুগ্ম-সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সারী নদী বাঁচাও আন্দোলনের সভাপতি ও বাপা সিলেটের সদস্য আব্দুল হাই আল হাদী।
সুরমা নদী খননের দাবিতে আয়োজিত নাগরিক বন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটি সিলেট জেলার সভাপতি কমরেড সিকন্দর আলী, রোটারি ক্লাব সিলেট হোয়াইট স্টোনের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদ, সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজনীন আক্তার কনা, যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের (আকবেট) নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম
নাগরিক বন্ধনে বাসদ (মাকর্সবাদী) সিলেটের আহ্বায়ক উজ্জ্বল রায়, পরিবেশ সংগঠক, লেখক ও সাংবাদিক উজ্জ্বল মেহেদী, বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সোহেল, সিলেট জেলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী পরিষদের এক নম্বর সদস্য ইউসুফ আলী, কার্যনির্বাহী পরিষদের সদস্য মিঠু দাস জয়, দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, ইমজার সদস্য লিটন চৌধুরী, ব্যবসায়ী তালেব হোসেন, নারী উদ্যোক্তা শাকেরা সুলতানা জান্নাত, নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী, নারী মৈত্রী সিলেটের সদস্য লাকি আক্তার প্রমুখ।
Leave a Reply