আপনাদের স্নেহ ভালবাসা নিয়ে সিলেট-২আসনে নৌকা নিয়ে নির্বাচন করতে চাই,আমার উপর আস্হা বিশ্বাস রাখুন চেষ্টা করবো সর্বোচ্চ উন্নয়ন উপহার দিতে’
জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী
যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিলেট-২আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ১৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিশ্বনাথের কৃতিসন্তান ওল্ডহ্যামের সাবেক মেয়র জনাব আব্দুল জব্বার ও আব্দুল করিম এর আমন্ত্রনে তার পিতার ইসহালে ছোয়াব উপলক্ষে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বিশ্বনাথের টেংরা জামে মসজিদে জুম্মার নামায আদায় করে মিলাদ মাহফিল দোয়া দুরুদে যোগদেন।মসজিদ থেকে বের হয়ে তিনি সর্বস্হরের মুসল্লিদের সাথে করমর্দন ও শুভেচ্ছা বিনীময় করে করে তিনি জনাব আব্দুল জব্বার ও আব্দুল করিম এর বাড়িতে তাদের পিতার মৃত্যুর ৪০ বছর উপলক্ষে শিন্নির অনুষ্টানে যোগদেন এবং খাওয়ার টেবিলে টেবিলে ঘুরে ঘুরে সবার সাথে করমর্দন ও শুভেচ্ছ বিনীময় করেন।এসময় দলিয় নেতা কর্মী সহ টেংরা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ছিলেন।পরে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবী জনাব কবি বশির আলী’র বাড়িতে এক মতবিনীয় সভায় ও চা চক্রে যোগদেন। মতবিনীময় সভায় যুক্তরাজ্য প্রবাসী টেংরা গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব জমির আলী, টেংরা গ্রামের সার্বিক পরিস্হিতি ও কোন সাংসদের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে বা হয় নাই তা চুলচেরা বিশ্লেষন করে জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে তার সুদৃষ্টি কামনা করেন।আনোয়ারুজ্জামান চৌধুরী ধৈর্যসহকারে উপস্হিত নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং ঐতিহ্যবাহী টেংরা গ্রামের দেশে বিদেশে অবস্হানরত সকলের সহযোগিতা কামনা করে মত বিনীময় সভায় তিনি তার বক্তব্যে বলেন আমি আপনাদের স্নেহভালবাসা নিয়ে সিলেট-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই,এতে দল মত নির্বিশেষে সর্বস্হরের মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।তিনি তার বক্তব্য আরো বলেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালবাসায় ভবিষ্যতে বিশ্বনাথ–ওসমানীনগর থেকে যদি সাংসদ হতে পারি সর্বোচ্চ চেষ্টা করবো যুগান্তকারী উন্নয়ন করার।আর এমন কোন কাজ আমি করবো না যাতে আপনাদের মুখ ছোট হয়।মতবিনীময় সভায় উপস্হিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবী জনাব কবি বশির আলী,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, যুবনেতা জনাব পাবলু চৌধুরী, জনাব জুবায়ের আহমদ জুবের,আওয়ামীলীগ নেতা টেংরা নিবাসী জনাব নুরুল হক,জনাব তৈমুছ আলী মাষ্টার,বিশিষ্ট যুবনেতা আতিকুর রহমান মুরাদ, বিশিষ্ট ছাত্রনেতা সুমন আহমদ, জনাব রাজু আহমদ,৩ নং অলংকারী ইউনিয়ন যুবলীগ নেতা জনাব সোহাগ আহমদ,৩ নং অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল মিয়া সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply