সিলেট-৭ সংসদীয় আসনের সাংসদ নুরুল ইসলাম খানের প্রয়ান
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:
সিলেটের গর্বিত সন্তান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,
বঙ্গবীর জেনারেল এম.এ.জি.ওসমানীর আর্দশের কৃত্তিসন্তান, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক এম.পি (বিশ্বনাথ দক্ষিন সুরমা// সিলেট -৭ আসন) নুরুল ইসলাম খান আজ বাংলাদেশ সময় দুপুর ১২.৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।
এমপি নুরুল ইসলাম খানের নামাজে জানাজার সময় সূত্র থেকে জানানে হয় #প্রথম_জানাজাঃ-
বাদ আসর সিলেট দরগা মসজিদে অনুষ্ঠিত হবে।
#দ্বিতীয়_জানাজাঃ-
বাদ এশা বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হবে।
#তৃতীয়_জানাজাঃ-
রাত ৮:৩০ মিনিটের সময় তিনির নিজ বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্বনাথের এ রত্ন সন্তানের প্রয়ানে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। এছাড়াও স্থানীয় রাজনীতি,সাংস্কৃতি,
সামাজিক ক্ষেত্রে শোকের ছাড়া নেমে এসেছে।
জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে
দাফন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।
Leave a Reply