ষ্টাপ রির্পোটার: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন পর্যবেক্ষন করবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ইতোমধ্যে শর্ত সাপেক্ষে নির্বাচন কমিশন সংস্থাটিকে নির্বাচন পর্যবেক্ষনের অনুমতি দিয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ছাড়াও নির্বাচন পর্যবেক্ষনের অনুমতি পেয়েছে জানিপপ জাতীয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা ও মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (মওসুস)।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যেসকল সদস্য সিলেট সিটি নির্বাচন পর্যবেক্ষন করবেন তাঁরা হলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া, সিলেট মহানগর শাখার সভাপতি ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন এপিপি, সহসভাপতি নোমান আহমদ ও সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল।