বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নরে রামধানা গ্রামের প্রবীণ মুরব্বী, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও পীরে কামিল হযরত মাওলানা আশরাফ শাহ (রহ.) মাজার শরীফের খাদিম আব্দুল ওয়াদুদ (বিএসসি) আর নেই। ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহিরাজিউন।
তিনি বুধবার ২০ জুলাই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি তার রামধানা নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেন,আগামীকাল ২১ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় রামধানা শাহী ঈদগাহ ময়দানে মরহুমের এর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
Leave a Reply