ভারতের ক্ষমতাসীন বিজেপি দলীয় মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে মাদারিসে ক্বাওমিয়া বিশ্বনাথের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্টিত হয়েছে।আজ সোমবার বাদ জোহর জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রবাসী চত্ত্বরে সমাবেশ মিলিত হয়।সমাবেশে জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া বিশ্বনাথের শিক্ষাসচিব মাওলানা কামরুল ইসলাম ছমীরের সভাপতিত্বে মাওলানা আব্দুল মতিন ও মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী,জামিয়া মুহাম্মাদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক প্রমূখ।
মীরেরচর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামছুল ইসলামের দোয়ার মাধ্যমে মিছিল-সমাবেশ সমাপ্ত হয়।
Leave a Reply