আগামীকাল রোজ সোমবার বিকাল ৩:০০ ঘটিকায় জগদিশপুর রয়েলস একাডেমির মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে মরহুম হাজী কলমদর আলী মধ্যমবার ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ইংরেজির ফাইনাল খেলা। হাই ভোল্টেজ ফাইনাল খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে খাঁন_ব্রাদার্স_দশপাইকা বনাম বেঙ্গল_ফাইটার্স_চাঁনপুর। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননন্দিত ব্যাক্তি, সর্বজন প্রিয়, শ্রদ্ধাভাজন মাননীয় মেয়র জনাব মুহিবুর রহমান বিশ্বনাথ পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব গাজী আতাউর রহমান ওসি । এছাড়াও এলাকার মুরব্বিয়ান ও মান্যগণ্য ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন। জমজমাট সেই ফাইনাল খেলায় আপনারা সবাই সাদরে আমন্ত্রিত ⚽️🥰
Leave a Reply