আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন এর সমর্থনে ৩ নং ওয়ার্ডের আনিকা কমিউনিটি সেন্টারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে বিএনপি নেতা বশির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়রপ্রার্থী জালাল উদ্দীন বলেন,জীবনের শেষ বয়সে নির্বাচনে এসে যতেষ্ট সাড়া পেয়েছি। এতে বুঝা যায় আমার জন্য আপনার সবাই আন্তরিক। আগামী ২রা নভেম্বর পৌর নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে জয়ী হতে পারলে আপনাদের সাথে নিয়েই কাজ করব। এজন্য তিনি সবার কাছে ভোট প্রার্থনা করেন। প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান বলেন,জালাল উদ্দিন নিরব ও সৎ মানুষ তার বিজয় দেখতে চায় পৌরবাসী। অবহেলিত পৌর শহরের উন্নয়নে জালাল উদ্দীন এর বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মিছবাহ উদ্দিন,বিএনপি নেতা আরশ আলী,ফারুক আহমদ, আব্দুর রব,পৌর বিএনপি নেতা আবদুর রহমান খালেদ,নানু মিয়া,ময়নুল ইসলাম,বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী প্রমুখ।
উল্লেখ্য যে,আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হবে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচন। এনিয়ে দলীয় প্রার্থী ছাড়াও মোট ৭ জন মেয়র পদে ও কাউন্সিলর মহিলা কাউন্সিলর মিলে একাধিক প্রার্থী অংশ নিচ্ছেন।
Leave a Reply