বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ফেদায়ে ইসলাম আল্লামা খলিলুর রহমান শায়খে বর্নভী ও এলাকার মুর্দেগানের স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৫ অক্টোবর ২৩ ইং বৃহস্পতিবার মসজিদ প্রাঙ্গণে বাদ আসর হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মনোহর পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারজান আহমদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম রামপাশা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন ও মনোহরপুর জামে মসজিদের মুতল্লী মোঃ মুখলিছ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন ওলি ইবনে ওলি- ওলিকুল শিরমনি হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান শায়খে বর্নভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জালাল উদ্দিন হেলালী হবিগঞ্জি, হযরত মাওলানা বদরুল আলম চন্ডিপুরি, হযরত মাওলানা ফেরদাউস আহমদ ইমাম ও খতিব রামপাশা জামে মসজিদ।
এছাড়া আরো উলামা মাশায়েখগন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
উক্ত মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে।